ArabicBengaliEnglishHindi

একুশে বইমেলার প্রস্তুতি পরিদর্শনে ভারপ্রাপ্ত সিটি মেয়র


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২২, ১২:১৩ অপরাহ্ন / ১১১
একুশে বইমেলার প্রস্তুতি পরিদর্শনে ভারপ্রাপ্ত সিটি মেয়র

আমান উল্লাহ বাদশা ->>

২০ফেব্রুয়ারি রোববার থেকে শুরু হতে যাওয়া এম.এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অমর একুশে বইমেলার সার্বিক প্রস্তুতি আজ বুধবার বিকেলে পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন। পরিদর্শনকালে তিনি প্রকাশনা সংস্থাগুলোর স্টল তৈরির কাজ, মেলায় প্রতিদিনের অনুষ্ঠিতব্য আলোচনা সভার মঞ্চের স্থানসহ মাঠের পুরো এলাকা ঘুরে দেখেন। বইমেলা যেহেতু অমর একুশকে ঘিরে তাই মেলার মঞ্চ, বরাদ্দপ্রাপ্ত স্টলসজ্জা যাতে ভাষা দিবসের ইতিহাস ঐতিহ্য লড়াই সংগ্রাম সম্পর্কীয় হয় সে বিষয়ে মেলা কমিটির সদস্যদের সচেতন দৃষ্টি রাখতে ভারপ্রাপ্ত মেয়র নির্দেশনা প্রদান করেন। মেলায় আগত বইপ্রেমী পাঠকদের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে ধুলাবালি নিবারণে পানি ছিটানো, সার্বক্ষণিক জেনারেটর ও ভ্রাম্যমাণ টয়লেট’ ব্যবস্থা রাখা উচিত বলে অভিমত ব্যক্ত করেন লিটন।

উল্লেখ্য ১৮ফেব্রুয়ারি মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন সকাল ১১টার পরিবর্তে বিকেল ৩টায় জিমনেসিয়াম সংলগ্ন মেলা অফিসে অনুষ্ঠিত হবে। ২০ফেব্রুয়ারি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে আলোচনা সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।ওইদিন অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের কবি,সাহিত্যিকসহ বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।

পরিদর্শন কালে চসিক পরিদশিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও মেলা কমিটির আহ্বায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর জহর লাল হাজারী, লায়ন মোহাম্মদ ইলিয়াছ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, কর্পোরেশনের উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু ভারপ্রাপ্ত মেয়রের সাথে ছিলেন।