শোবিজ ডেস্ক ->>
জমকালো আয়োজনে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হলো এমএন মাল্টিমিডিয়া আইকনিক ফ্যাশন অ্যাওয়ার্ড -২০২২। এ অনুষ্ঠানে দেশের নন্দিত ফ্যাশন কোরিওগ্রাফার সৈয়দ রুমার কোরিওগ্রাফিতে একঝাঁক মডেল ফ্যাশন শো তে অংশ নিয়েছে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরীতে তারকাদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে৷ কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মডেল আঁখি আফরোজ।
গ্লামারস্ মডেল হিসেবে তিনি পুরস্কার লাভ করেন৷ এ সময় চিত্রনায়িকা রোজিনা ও মাহিয়া মাহির হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন৷ তিনি জানান ; যে কোন প্রাপ্তিই ভালো লাগে৷ পুরস্কার প্রাপ্তি কাজের স্পৃহা আরও বাড়িয়ে তোলে।
অনুষ্ঠান আয়োজক কাজী নাজমুল হাসান ও ফ্যাশন ডিজাইনার এবং চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন বলেন;
সংবাদপাঠ সহ বিনোদনের ভিন্ন ভিন্ন মাধ্যমের তারকা যারা নিজেদের দক্ষতা এবং প্রতিভার সাক্ষর রেখে নিজেদেরকে পরবর্তীতে কাজ করতে আসা নবীনদের কাছে আইকনিক একজন ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এমন তারকাদের সম্মাননা এবং পুরস্কৃত জানানোর ভাবনা থেকেই এমএন মাল্টিমিডিয়া আইকনিক ফ্যাশন অ্যাওয়ার্ড -২০২২ এর আয়োজন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল যুগান্তর ও যমুনা টেলিভিশন।
আপনার মতামত লিখুন :