ArabicBengaliEnglishHindi

কুমিল্লায় লোকমান শাহ’র হুকুমে চলে চেয়ারম্যানের পরিষদ!


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ৭:৪৭ অপরাহ্ন / ৩৬০
কুমিল্লায় লোকমান শাহ’র হুকুমে চলে চেয়ারম্যানের পরিষদ!

কুমিল্লা জেলা প্রতিনিধি ->>
লোকমান শাহ কোনো আধ্যাত্মিক মানুষ নয়, সবার মত একই আকৃতির, তবে মাঝে মধ্যে ব্যতিক্রম ক্ষমতার বলেন, এ যেমন মালয়েশিয়ার মাহাথীর তার বন্ধু, আবার কখনো মাল্টা রাষ্ট্রপতিও! হলেন সাধারণ মানুষ ।

বেসিক্যালি তিনি আদম বেপারী । রোমানিয়ার হাজার হাজার ভিসা রয়েছে তার হাতে । এমন বিজ্ঞাপন নজরে পড়েছে সবার । এইবার নতুন আলোচনায় । আর সেটা হল তাঁর ইউনিয়নের চেয়ারম্যানের পরিষদ চলে তার হুকুমে ! অর্থাৎ কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দঃ ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব পরিষদ চালায় এই লোকমান শাহ’র কথায় । এলাকার মানুষ পরিষদে নাগরিক সেবা পাচ্ছে না । চেয়ারম্যান লোকমান শাহ’র হুকুমের বাইরে কলম ধরেন না ।

এমন অভিযোগ অহরহ। সম্প্রতি ঔই ইউনিয়নের শামিরখিল গ্রামের জনৈক নুরুল ইসলাম ওয়ারিশ সার্টিফিকেটের জন্য ঘুরছেন অনেকদিন থেকে । চেয়ারম্যানের সাফ জবাব লোকমান শাহ’র অনুমতি ছাড়া দেয়া যাবে না । ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন, আমরা ছয়ভাই তিনবোন । আমি সকল তথ্য দিয়ে ওয়ার্ড মেম্বারের সুপারিশ নিয়ে ওয়ারিশ সনদের জন্য আবেদন করেছিলাম । কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও না পেয়ে অপুরনীয় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে । নিরুপায় হয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেছি । সেখানেও সদুত্তর পাচ্ছি না ।

এ বিষয়ে জয়নাল আবেদীন খোকন মেম্বার বলেন, আমি সনাক্ত করে দিয়েছি। চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার কোন ফয়সালা দিতে পারছে। রায়কোট দঃ ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব বলেন, নুরুল ইসলাম আমার কাছে কোনো দরখাস্ত করে নাই। আমার কাছে একদিন এসে দেখা করে গেছে। সে আর আসে নাই।

এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তার বলেন, আমি চেয়ারম্যানকে বলে দিয়েছি। চেয়ারম্যান কেন দিচ্ছে না তা আমি জানি না।