ArabicBengaliEnglishHindi

জাতীয় শোক দিবসে মাগুরা রিপোর্টার্স ইউনিটির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২২, ৮:১১ অপরাহ্ন / ৩০৯
জাতীয় শোক দিবসে মাগুরা রিপোর্টার্স ইউনিটির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মাগুরা জেলা প্রতিনিধি ->>

“সাংবাদিক শুধু কলমে নয় সেবাই ও নিয়োজিত” মাগুরায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরনী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

 

মাগুরা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সোমবার সকালে শহীদ সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরীতে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।

মেডিকেল ক্যাম্পে সেবাসমূহের মধ্যে বিনামূল্যে ফ্রি চিকিৎসার ব্যবস্থাপত্র প্রদান, ফ্রি সকল ধরনের রোগ নির্ণয় করা, ফ্রি ঔষধ বিতরণ করা হয়। দিনব্যাপী চলা ক্যাম্পেইনে জেলার বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ১২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে রক্তদান কর্মসূচি পালন করা হয়।

মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলামের সভাপতিত্বে মাগুরা সিভিল সার্জনের সহযোগীতায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইউনুস আলী ক্যাম্পেইনটি পরিচালনা করেন। আরো উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটের কোষাধ্যক্ষ জনাব খন্দকার নজরুল ইসলাম মিলন। দৈনিক জনতার বাংলা, জেলা প্রতিনিধি:- এম এ কুদ্দুস সহ মাগুরার বিভিন্ন রিপোর্টার্স ইউনিটের নেতৃবৃন্দ।

এ সময় মাগুরা জেলায় কর্মরত ডাক্তারদের উপস্থিত ছিলেন, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট ( মেডিসিন) বিভাগের ডাঃ মোঃ মেহেদী হাসান, জুনিয়র কনসালটেন্ট ( মেডিসিন) ডাঃ মোঃ জুলি চৌধুরীর, জুনিয়র কনসালটেন্ট ( সার্জারী) ডাঃ ফেরদৌস রায়হান, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, ডাঃ এহসানুল হক মাসুম, ডাক্তার এ আর মোল্লা বাবুল রশিদ চক্ষু চিকিৎসক ও সার্জন, মেডিকেল অফিসার ডাঃ মিঠুন সাহাসহ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সগণ চিকিৎসা সেবা প্রদান করেন।

মাগুরা জেলা সিভিল সার্জন ডক্টর শহীদুল্লাহ দেওয়ান মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে জানান, বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইনটি সত্যিকার অর্থেই অনেক ভালো উদ্দ্যোগ। আমি এই মহতী উদ্দ্যোগ সফলভাবে পরিচালনা করার জন্য মাগুরা রিপোটার্স ইউনিটিকে সাধুবাদ জানাই। এবং আজকে যারা এখানে চিকিৎসা সেবা নিয়েছে তাদের জন্য পরবর্তীতেও আমাদের কাছে চিকিৎসা সেবা প্রদানে আমরা সার্বিক সহযোগীতা করবো।

মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে মাগুরা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এটি আমাদের একটি চলমান প্রক্রিয়া আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়নে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করব ইনশাল্লাহ। এ সময় মাগুরা রিপোর্টার্স ইউনিটের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।