ArabicBengaliEnglishHindi

ট্রেনের আগাম টিকিট বিক্রি, দ্বিতীয় দিনেও উপচে পড়া ভিড়


প্রকাশের সময় : জুলাই ২, ২০২২, ১:১৭ অপরাহ্ন / ৫৪
ট্রেনের আগাম টিকিট বিক্রি, দ্বিতীয় দিনেও উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক ->>
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার দ্বিতীয়দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় দেখা গেছে। শনিবার দেওয়া হচ্ছে ৬ জুলাইয়ের টিকিট।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি হচ্ছে। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ জুলাইয়ের টিকিট ৩ জুলাই, ৮ তারিখের টিকিট ৪ জুলাই এবং ৯ তারিখের টিকিট মিলবে ৫ জুলাইয়ে।

ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।

এদিকে, কমলাপুরে টিকিট প্রত্যাশীদের চাপ বেড়েছে। ১৬টি কাউন্টার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এরমধ্যে ২টি কাউন্টার নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা রয়েছে।

উল্লেখ্য, ৫ থেকে ৯ জুলাইয়ের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করছে রেলওয়ে। টিকিট বিক্রি চলবে ৫ জুলাই পর্যন্ত। ফিরতি টিকেট বিক্রি হবে ৭ জুলাই থেকে। মোট টিকিটের অর্ধেক বিক্রি হবে ওয়েবসাইটে এবং অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে বাকি অর্ধেক।