রুহুল আমিন, ডিমলা(নীলফামারী)প্রতিনিধি ->>
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যের আলোকে নীলফামারীর ডিমলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর দ্বিতীয় দিনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা, মাছের পোনা অবমুক্ত করণ ও মৎস্য চাষি-উদ্যোক্তাদের পুরস্কার প্রদান করা হয়েছে।
রবিবার(২৪-জুলাই/২২) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে এসে পরিষদ চত্তরের পুকুরে ২৫ কেজি রুই, কাতলা, মৃগেলসহ নানা প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা সিনিয়র মৎস্য (অঃদাঃ) কর্মকর্তা আংগুরী বেগম।
এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, মৎস্য জীবি সমিতির সভাপতি অবিলাস চন্দ্র রায় প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ, বিভিন্ন মস্জিদ-মন্দির কমিটির নেতৃবৃন্দ, ক্ষুদ্র ও প্রান্তিক সৎস্য চাষিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।
আপনার মতামত লিখুন :