ArabicBengaliEnglishHindi

নারী দিবসে শান্তা ফারজানার ‘মুখাগ্নি’


প্রকাশের সময় : মার্চ ৮, ২০২২, ৭:০৪ অপরাহ্ন / ৩৮০
নারী দিবসে শান্তা ফারজানার ‘মুখাগ্নি’

নিজস্ব প্রতিবেদক ->>

নারী দিবসে সাহসী নারী ও করোনা বিষয়ক গল্পগ্রন্থ ‘মুখাগ্নি’ মেলায় এনেছেন কথাশিল্পী শান্তা ফারজানা। মহামারি করোনায় সংগ্রামী নারীদের ১০ গল্প নিয়ে ‘মুখাগ্নি’ প্রকাশ করেছে প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা

বাংলা একাডেমিতে বইটির মোড়ক উন্মোচন করেছেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ব্যাংকার-কথাশিল্পী নাজমুল হক, মোমিন মেহেদী, সংবাদযোদ্ধা নাসির উদ্দিন বুলবুল, নূর আকতার বেবী, মহিদুল মল্লিক প্রমুখ। কথাশিল্পী শান্তা ফারজানা এসময় বলেন, নির্মম মহামারি মানুষকে যখন নির্মমতার কষাঘাতে জর্জরিত করেছে, তখন নিজের জীবনের কথা না ভেবে ভাসমান নিরন্ন মানুষদের পাশে স্বাস্থ্যসেবা-খাদ্যসেবা নিয়ে থেকেছি। সেই সুবাদে অতিতের মত বাস্তবতার নিরিখে লিখেছি এই গ্রন্থের গল্পগুলো।

সত্য ও নান্দনিকতার ছোঁয়ার এই বইটি নারী দিবস উপলক্ষে আগামী ১৭ মার্চ পর্যন্ত ৫০% মূল্য ছাড়ে পাওয়া যাবে স্বপ্নালোক-এর লিটল ম্যাগ চত্বরের ৭১ নম্বর স্টলে।