ArabicBengaliEnglishHindi

পাবনায় শহীদ মিনার এখন ময়লায় জরাজীর্ণ অবস্থা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২২, ৪:২৪ অপরাহ্ন / ১০৪
পাবনায় শহীদ মিনার এখন ময়লায় জরাজীর্ণ অবস্থা

মামুনুর রহমান,পাবনা ->>

শহীদ মিনারটি প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয়েছিল। কালের সাক্ষী হয়ে দাড়িয়ে থাকা এই । এর বেহাল অবস্থা দেখে সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ। শহীদ মিনারটি সংস্কারের পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় রক্ষণাবেক্ষণের দাবি জানান পাবনার স্থানীয়রা। স্থানীয়রা বলেন, দেখে ময়লা আবর্জনার ভাগাড় মনে হলেও এটি ভাষা শহীদদের স্মৃতি ও আত্মত্যাগের প্রতি সমগ্র দেশ ও জাতির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদনের প্রতীক। পথচারী অনেকেই স্থানটিকে পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করছে  কখনো কখনো। সেখানে প্রায়ই মাদকসেবীরা মাদক সেবন করেন বলে আক্ষেপ করেন স্থানীয়রা। দ্রুত শহীদ মিনারটির সংস্কার কাজ করা হবে বলে জানান ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু। এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান খান জানান, ওই শহীদ মিনারটি জরাজীর্ণ অস্থায় পরে আছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরজমিনে পরিদর্শনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।