ArabicBengaliEnglishHindi

ফুলবাড়িতে সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে অর্থ ও ছাগল বিতরণ করা হয়


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২২, ৭:৫৫ অপরাহ্ন / ৯০
ফুলবাড়িতে সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে অর্থ ও ছাগল বিতরণ করা হয়

আশরাফুল আলম, ফুলবাড়ী(দিনাজপুর) ->>
অদ্য ২৯/০৯/২২ খ্রীঃ তারিখ সকাল ১১ঃ৩০ ঘটিকায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজকল্যান কমিটি, ফুলবাড়ী, দিনাজপুর কর্তৃক ২০২১-২০২২ অর্থবছরের জেলা সমাজকল্যান কমিটি, দিনাজপুর হতে প্রাপ্ত ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুর্নবাসন বিকল্প কর্মসংস্থানের ছাগল বিতরন কর্মসূচি আয়োজন করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডঃ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান (ফিজার) এম,পি মহোদয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ নির্বাহী অফিসার ফুলবাড়ী উপজেলা, উপস্থিত ছিলেন শাহ্ কুদ্দুস ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেব যুগ্ন আহবায়ক মোঃ আসাদ ইসলাম ও ভাইস চেয়ারম্যান ফুলবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ, এবং উপস্থিত ছিলেন স্হানীয় নেতা-কর্মী গন ও বিভিন্ন মিডিয়ায় কর্মী গন, এসময় মোস্তাফিজুর রহমান এম,পি মহোদয় উপস্থিত থেকে ০৪ জন হত দরিদ্র পরিবার কে ০৫ টি করে ছাগল বিতরন করেন, যাদের হাতে ছাগল তুলে দেন তাদের নামঃ ০১ ,মোছাঃ মাজেদা বেগম, স্বামীঃমৃতঃ আব্দুস সামাদ,সাং খয়েরবাড়ী ডাংগা -ফুলবাড়ী – দিনাজপুর। ০২ জাবেদ আলী, পিতাঃনেহাল উদ্দিন, সাং-পুখুরীহাট- ফুলবাড়ী -দিনাজপুর,
০৩,আছমা বেগম,স্বামী মোঃ মজিবর রহমান, সাং- বারাই খাজাপুর,ফুলবাড়ী -দিনাজপুর।

০৪, মোছাঃ গলেনুর বিবি,স্বামীঃ মৃতঃঅকিমুদ্দিন মন্ডল, দক্ষিনপাড়া- বেতদীঘি -ফুলবাড়ী -দিনাজপুর ।