ArabicBengaliEnglishHindi

বাজারে লেবুর কেজি ১০ টাকা


প্রকাশের সময় : জুন ১৮, ২০২২, ১১:৫৫ পূর্বাহ্ন / ৬৭
বাজারে লেবুর কেজি ১০ টাকা

স্টাফ রিপোর্টার ->>
নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজীহাটে ১৫ জুন (বুধবার) প্রতি কেজি লেবু বিক্রি হয়েছে ১০ টাকায়। সাধারণত দেখা যায় লেবু হালিতে বা ডজনে ক্রয়-বিক্রয় হতে। তবে লেবু কেজীতে বিক্রয়ের এমন দৃশ্য হঠাৎ চোখ পরে নওগাঁর মাতাজীহাটে।

সরজমিন দেখা যায়, মাতাজীহাটে লেবুর পাইকারী ২০ কেজি মাত্র ১৬০ টাকা ও খুচরা মূল্য কেজি প্রতি ১০ টাকা। ভিটামিন-সি এর উল্লেখযোগ্য লেবুর এমন নিম্নমুখী মূল্যে ক্রেতাদের সংখ্যা বেশ জমজমাট লক্ষ করা যায় এ হাটে।

হাটে আগত ৭০ বছর বয়সী এক ক্রেতা জানান, তিনি তার জীবনে কোনদিন লেবু কেজী দরে বিক্রয় হতে দাখেননী৷ তবে কেজী দরে লেবু কিনে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পেরে বেশ আনন্দিত বলে জানান তিনি।

জানা যায়, যেসব ক্রেতা এক বা দুই হালি লেবু ক্রয়ের পরিকল্পনায় হাটে এসেছিলেন তারা আজ দুই থেকে তিন কেজি করে লেবু কিনে বাসায় ফিরছেন ৷ কিংবা যাদের চাহিদার লিস্টে লেবু ছিলোনা তারাও লেবু কিনছেন বলে জানা গেছে।

লেবু বিক্রেতা সামসুল এর সাথে কথা হলে তিনি জানান, চাহিদার তুলনায় আমদানী বেশী হওয়াই স্বল্প মূল্যে লেবু পাওয়া যাচ্ছে। তাছাড়া কমদামে কিনতে পেরেছেন বলেই কেজীতে বিক্রয় করছেন বলে জানান লেবুর এ বিক্রেতা।

এদিকে হঠাৎ এমন স্বল্প মূল্যের কারণে কৃষক সমাজ লেবু চাষের প্রতি আগ্রহ হাড়াতে পারে বলে মনে করছেন গবেষকরা।