ArabicBengaliEnglishHindi

ভেদরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার ধ্বংস


প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২২, ৯:১৯ পূর্বাহ্ন / ৭০
ভেদরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার ধ্বংস

সাদ্দাম হোসেন,ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি ->>
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর দক্ষিন তারাবুনিয়া ও বেড়াচাক্কি এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

এ সময় দুটি মিনি ড্রেজার মেশিনসহ প্রায় ৪ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট জনাব তানভীর আল নাসীফ। স্থানীয়রা জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কতিপয় বালু উত্তোলনকারীরা উপজেলার দক্ষিন তারাবুনিয়া ও বেড়াচাক্কি এলাকায় নদী থেকে বালু উত্তোলন করে আসছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি মিনি ড্রেজার মেশিন ও ৪ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ বলেন, অবৈধ ড্রেজার ও ভেকু মেশিনের বিরুদ্ধে আমাদের অভিযান সব সময় অব্যহত রয়েছে।