ArabicBengaliEnglishHindi

মাগুরা শ্রীপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত


প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২২, ৭:৪৬ অপরাহ্ন / ৩০৬
মাগুরা শ্রীপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

মাগুরা জেলা প্রতিনিধি ->>
মাগুরার শ্রীপুরে সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

 

এ উপলক্ষে দুপুরে নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ।

নাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পঙ্কজ কুমার সাহা প্রমুখ ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন । এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, যুবলীগ নেতা আরজান বাদশা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীনুর মোল্লা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম সর্দারসহ অনেকে । স্থানীয় নাকোল ও কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ শোকসভা শেষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয় ।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেস ক্লাব, শ্রীপুর সরকারি কলেজসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুবক ও যুব মহিলাদের মাঝে চেক বিতরণ, বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহকারী এটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মদন কুমার রায় প্রমূখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।