ArabicBengaliEnglishHindi

মির্জাপুরে ছেলে ও ছেলের বউ মিলে মাকে হত্যার চেষ্টা


প্রকাশের সময় : মে ২৩, ২০২২, ১১:৩৮ পূর্বাহ্ন / ৫৬
মির্জাপুরে ছেলে ও ছেলের বউ মিলে মাকে হত্যার চেষ্টা

মোঃ সবুজ খান ->>
টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার লতিফ পুর ইউনিয়নে ছেলে ও ছেলের বউ মিলে মাকে বৃদ্ধ মাকে হত্যার চেষ্টা করেছে।

সোমবার ২৩/০৫/২০২২ইং তারিখে ভোর বেলায় ঘটেছে বলে জানা যায়।

মির্জাপুর উপজেলার লতিফ পুর গ্রামের স্কুল পাড়া জামে মসজিদের পাশে আজ সোমবার ভোরে নিজের মাকে হত্যার আক্রমণ চালায়।

অনেক দিন ধরে বৃদ্ধা শাশুড়ির সাথে ঝগড়া চলছিল। ছেলে নজরুল ইসলামের স্ত্রী রীনা আক্তার এর সাথে।

রিনা আক্তার ৩০ তার শাশুড়ী মজিরন নেছা ৬০ ভাত কাপড় দিবে না এমনকি সংসারে থাকতে দিবে না এসব বিষয় নিয়ে ঝগড়া চলছিল।

একমাত্র ছেলে নজরুল ইসলাম ৪০ স্বামী মৃত রজব আলী। আজ ফজরের আজান হলে বৃদ্ধা মজিরন নেছা নামাজ পড়ার জন্য অযু করতে ওঠেছিল অযু করা অবস্থায় হামলা কারী নজরুল ইসলাম ও তার স্ত্রী রিনা আক্তার পিছন দিক থেকে রড ও দা দিয়ে হত্যা চেষ্টা চালায়।

এদিকে বাড়ির পাশে মসজিদ থাকায় আযানের পর মুসুল্লিরা বৃদ্ধা মহিলার চিৎকার শুনে দৌড়ে এসে আহত অবস্থা উদ্ধার করে চিকিৎসার জন্য মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামুরকী নিয়ে যায়। বৃদ্ধা মহিলা চিকিৎসাধীন আছে।