ArabicBengaliEnglishHindi

রাজশাহীর পবা আ.লীগের নেতৃত্বে ইয়াসিন-হাফিজ


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২২, ৯:০৩ অপরাহ্ন / ১৫৯
রাজশাহীর পবা আ.লীগের নেতৃত্বে ইয়াসিন-হাফিজ

সৈয়দ আ:হালিম রাজশাহী ->>

দীর্ঘ প্রায় আট বছর পর সম্মেলনে রাজশাহী পবা উপজেলা আওয়ামী লীগের আবারও সভাপতি মনোনিত হয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। তিনি চতুর্থবারের মত সভাপতি মনোনিত হলেন। আর নতুন সাধারণ সম্পাদক হয়েছেন নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ।
শনিবার পবা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওহাটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।