ArabicBengaliEnglishHindi

শোক দিবস উপলক্ষে কাউন্দিয়া ইউনিয়ন আ.লীগের উদ্যোগে আলোচনা সভা ও খাদ্য বিতরণ


প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২২, ১২:০৫ পূর্বাহ্ন / ৬৭
শোক দিবস উপলক্ষে কাউন্দিয়া ইউনিয়ন আ.লীগের উদ্যোগে আলোচনা সভা ও খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক ->>
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

রোববার (২১আগস্ট) দুপুরে গোয়াল বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে উপস্থিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমর।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা।

উক্ত আলোচনা সভায় সার্বিক সহযোগীতায় ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কবির চৌধুরী মুকুল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সঞ্চালনায় ছিলেন, কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শামসুদ্দিন সেন্টু।