ArabicBengaliEnglishHindi

সাংবাদিকতা করতে হবে আইন জেনে নীতি মেনে


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২২, ৪:৪১ অপরাহ্ন / ২১৮
সাংবাদিকতা করতে হবে আইন জেনে নীতি মেনে
মামুনুর রহমান,
দেশের প্রচলিত আইন যেমন একদিকে সাংবাদিক এবং গণমাধ্যমকে সুরক্ষা দেয়, তেমনি কিছু ক্ষেত্রে তথ্য ও মতামত সংগ্রহ ও প্রকাশের স্বাধীনতাকেও সীমাবদ্ধ করে। কিছু সীমারেখা সাংবাদিকতার নীতি – নৈতিকতার সঙ্গে সঙ্গতিপূর্ণ, কিছু আবার সাংঘর্ষিক হতে পারে। নীতিনিষ্ঠ সাংবাদিক আইনভঙ্গ করার অনেকগুলো ঝুঁকি এড়াতে পারবেন। আবার সার্বিকভাবে আইনের জা সাংঘর্ষিক ক্ষেত্রগুলোতে ঝুঁকি বিচার করে নীতিরক্ষার কৌশল খুঁজতে সাহায্য করবে: পাঠকের সমর্থন জোগাবে । শেষ বিচারে নীতিনিষ্ঠ সাংবাদিকতা একদিকে আইনি ঝুঁকির রক্ষাকবচ , অন্যদিকে আইনের আরোপিত বিধিনিষেধ মোকাবিলার উপায় ও সুযোগ । এখানে আইনের প্রসঙ্গ ধরে নীতি নৈতিকতার প্রসঙ্গে যাওয়া হবে । তবে মনে রাখা দরকার, সাংবাদিকের জন্য তার নীতি – নৈতিকতাই প্রথম ও শেষ কথা । সাংবাদিককে একদিকে বাক স্বাধীনতা , মুক্তমত, গণমাধ্যম, তথ্য জানার অধিকার এবং সাম্প্রতিক ডিজিটাল নিরাপত্তাবিষয়ক আইনগুলো সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে , অন্যদিকে নীতি নৈতিকতার সাংবাদিকতা চর্চার মাধ্যমে নিজেকে এবং নিজের প্রতিষ্ঠানকে আইনি জটিলতা ও প্রতিবন্ধকতা থেকে নিরাপদ রাখতে হবে। সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক শিক্ষায় বাংলাদেশের গণমাধ্যম আইন এবং গণমাধ্যম – সম্পর্কিত আইনগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিভিন্ন সময় সংবাদপ্রতিষ্ঠানের ভেতরে – বাইরেও নানা প্রশিক্ষণের আয়োজন করা হয় । তবে, চর্চাটা হয় প্রতিমুহূর্তে। প্রতিদিন সংবাদপত্র কিংবা অনলাইনে প্রতিমুহূর্তে খবর প্রকাশে একজন সাংবাদিক যেমন আইনি সুরক্ষার বিষয়টি মাথায় রাখেন, তেমনি তাকে ঝুঁকির বিষয়গুলোও মাথায় রাখতে হয়। একই সঙ্গে সাংবাদিকতার নীতি – নৈতিকতার দাবিগুলো ভালোভাবে জেনেবুঝে প্রতিদিনের কাজে সেগুলোর পালনে একনিষ্ঠ হতে হয় । ইলেকট্রনিক মাধ্যম অর্থাৎ টেলিভিশন ও রেডিওর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য । সাংবাদিক কেন আইন জানবেন আমাদের সংবাদকক্ষে অনেকের মধ্যে এখনো এমন ধারণা প্রবল যে, যিনি বা যারা সুপ্রিম কোর্ট বা নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম সম্পর্কে সংবাদ সংগ্রহ করবেন, শুধু তিনি বা তারাই আইন সম্পর্কে কমবেশি জানবেন। এমন ধারণা আসলে ঠিক নয়। আইনকে আমরা যতই এড়িয়ে চলতে চাই না কেন, সেটা সম্ভব নয়। আমাদের দৈনন্দিন জীবনের পরতে পরতে আইন প্রভাব বিস্তার করে আছে। আইন আমাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিকসহ সব ধরনের আচরণ: চলাফেরা কাজকর্ম সবকিছুকে কখনো নিয়ন্ত্রণ করে: আবার কখনো সুরক্ষা দেয়।