সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ->>
আনন্দমুখর পরিবেশে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দ্বায়িত্ব গ্রহণ এবং বিদায়ী চেয়ারম্যান ও মেম্বারদের বিদায়ী সংবর্ধনা ২০২২ দেওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বালুচর ইউনিয়ন পরিষদের আয়োজনে রোববার ১৩ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১ টার দিকে বালুচর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে বালুচর ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ড.মো:জমির হোসেন এর সঞ্চালনায় এই দ্বায়িত্ব গ্রহণ এবং বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ-সময় বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক নব নির্বাচিত হাজী মো: আওলাদ হোসেন এর দ্বায়িত্বভার বুজিয়ে দেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়সংঘের অফিসার নজরুল ইসলাম, বালুচর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নায়েক মোঃ আলি আকবর,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাসেম,বিশিষ্ট ব্যবসায়ী খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক সভাপতি মোস্তাফা কামাল,বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেকচান, বালুচর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন,নাসির মোল্লা, আমজাদ হোসেন সরকার সহ অনুষ্ঠানে বর্তমান ও সাবেক ইউপি সদস্য, ইউনিয়নের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক,মসজিদের ইমাম, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :