আবু জাফর বিশ্বাস ->>
আজ ১২ ফেব্রুয়ারী ২০২২ চৌগাছা বাজার সিসি ক্যামেরার আওতায় আনার জন্য চলছে সারা বাজার তার টানার কাজ। বাজারে সড়কের পাশদিয়ে বিদ্যুৎ লাইনের খুঁটির সাথে টানা হচ্ছে সিসি ক্যামেরার জন্য বিশেষ ধরণের ক্যাবল।
উল্লেখ্য গত শনিবার ৫ ফেব্রুয়ারি চৌগাছা কাপুড়িয়া পটিতে ৪টি দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।
এবিষয়ে চৌগাছা বাজার ব্যবসা সমিতির এক জরুরী মিটিং-এ আলোচনা সাপেক্ষে পুরো বাজার সিসি ক্যামেরার আওতায় আনার জন্য গত সোমবার ৭ফেব্রুয়ারি পৌরসভায় একটি আবেদন করেন।
সেই মোতাবেক পৌর মেয়র নূর উদ্দিন আল-মামুন (হিমেল) বিষয়টি আমলে নিয়ে দ্রুত সিসি ক্যামেরাভুক্ত করার জন্য পদক্ষেপ নেন।
জানা যায় থানা পুলিশ ও নাইট গার্ড বাজারের দুর্বল আলোর কারণে অনেক অসুবিধা হয়ে থাকে, তাই একই সাথে যত দ্রুত সম্ভব আরো উজ্জ্বল আলোর ব্যবস্থাও করা হবে।
আপনার মতামত লিখুন :