ArabicBengaliEnglishHindi

উওরায় ফার্নিচার মার্কেট তুমি কার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২২, ১২:২৩ অপরাহ্ন / ১২৭
উওরায় ফার্নিচার মার্কেট তুমি কার

নিজস্ব প্রতিনিধি ->>
রাজধানী উওরার ১১ ও ১৩ নং সেক্টরে গড়ে তোলা হয়েছে বিশালাকার দুইটি ফার্নিচার মার্কেট।

যদিও জায়গা দুইটি রাজধানী উন্নয়ন কতৃপক্ষ( রাজউকের) দালাল ও স্হানীয়। ক্ষমতাশালীদের দখলে গড়ে ওঠা এই মার্কেটে মাসে ভাড়া ও জামানত হিসেবে হাতিয়ে নিচ্ছে প্রায় কোটি টাকা।সে দিকে খেয়াল নাই রাজধানী উন্নয়ন কতৃপক্ষ(রাজউকের)।

প্রতিটি দোকান হতে প্রতিমাসে ভাড়া বা জামানত হিসেবে ২০ হাজার হতে ৪৫ হাজার বা তার বেশি টাকা উঠানো হয়।নাম না বলার শর্তে একজন ব্যবসায়ী বলেন মাসের ১ তারিখ হতে ১০ তারিখের মাঝে দোকান ভাড়া পরিশোধ করতে হয়। সময়ের মধ্য ভাড়া না পরিশোধ করতে পারলে ভাড়াটিয়াকে দোকান না দেওয়ার বাহানা বা হুমকি দেয় দালাল চক্র।

এখানেই শেষ নয় রাজউকের কিছু অসাধু কর্তাকে টাকার বিনিময় করে চলে এই দালাল দ্বারা মার্কেট। আবার গোপনে জানা যায় এই দুইটি মার্কেটের আংশিদার হিসেবে জড়িত আছে কিছু উচ্চ কর্তা বাবুরা।সেখানেও মাসের মাসোহারা দিতে হয় সমানে সমান।মাসোহারা না দিতে পারলে চলে নানা রকম তদবীর দালাল চক্রের।