ArabicBengaliEnglishHindi

মিরপুরে ট্রাফিক পুলিশ বক্সে অটোরিকশাচালকদের হামলা


প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২২, ৩:০১ অপরাহ্ন / ৯৯
মিরপুরে ট্রাফিক পুলিশ বক্সে অটোরিকশাচালকদের হামলা

এস এম জিবন ->>
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকার ট্রাফিক পুলিশের পাঁচটি বক্সে ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় হামলায় পুলিশের একজন কনস্টেবল আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এ হামলার ঘটনা ঘটে। আহত হন কনস্টেবলের নাম মিজানুর রহমান।

পুলিশ বলছে, তাদের নিয়মিত অভিযানে দুটি ব্যাটারিচালিত রিকশা আটক করার পর এ হামলা হয়। এ সময় রিকশা চালকেরা ভ্যান ও রিকশায় করে ইটপাটকেল নিয়ে আসে।

যেসব পুলিশ বক্সে হামলা চালিয়েছে সেগুলো হচ্ছে, কালশী মোড়, মিরপুর ১২, সাগুফতা মোড়, মিরপুর ১০, মিরপুর ১০ নম্বর গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্স।

ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন হামলার ঘটনা নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশনা আছে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না। আজকে সকালে দুটি রিকশা আটক করার পর চালকেরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ও পল্লবীর বিভিন্ন ট্রাফিক বক্সে হামলা চালিয়েছেন।

তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা প্রধান সড়কে চালানো যাবে না এমন নিষেধাজ্ঞা আছে। কিন্তু তারা এ নিষেধ মানেন না।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি জানান।

রিকশা চালকরা বলছেন, ব্যাটারিতে বাহন চললে শারীরিক কষ্ট কম হয়। এ ছাড়া তুলনামূলক দ্রুত গন্তব্যে যাওয়া যায় বলে একই সময়ে বেশি ভাড়া পাওয়া যায়।